রাজশাহীতে সীমান্ত থেকে ভারতীয় মদ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০২:৫২ পিএম
রাজশাহীতে সীমান্ত থেকে ভারতীয় মদ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ
রাজশাহীর কাটাখালী সীমান্ত থেকে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ১৫ বোতল ভারতীয় মদআটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

 টহল দলটি সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে, কাটাখালী থানার মিডিলচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি কাঠের নৌকা আটক করে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত ট্যাবলেট ও নৌকা পরে আইনানুগ প্রক্রিয়ায় কাটাখালী থানায় জমা করা হয়েছে।অপরদিকে রাজশাহীর কাটাখালী সীমান্ত থেকে ১৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ খানপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৬৪/এমপি থেকে প্রায় ২০০ গজ ভেতরে, কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় মালিকবিহীন একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাটিতে ১৫ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদ পরে আইনানুগ প্রক্রিয়ায় কাটাখালী থানায় জমা করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে