বিরলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৩:১৮ পিএম
বিরলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন

৫৪তম জাতীয় সমবায় দিবস- ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" বিষয়ক প্রতিপাদ্য নিয়ে এবার বিরলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর ২০২৫ শনিবার সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য সমবায় র‍্যালী শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।

উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান জুলফিকার আলী, কালব এর ব্যবস্থাপক বিশ্বজিৎ রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বিভিএস এর সদস্য আব্দুস সাত্তার প্রমূখ। সভার সঞ্চালনা করেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মোঃ শাহিন হাওলাদার। কোরআন তেলাওয়াত করেন বিরল উপজেলা জামে মমসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ লিটন আলী ও গীতা পাঠ করেন সমবায়ী শ্রী দুলাল চন্দ্র।

আপনার জেলার সংবাদ পড়তে