ওরে নিপীড়িত,ওরে ভয়ে ভীত শিখে যা আয়রে আয়, দু:খ জয়ের নবীন যন্ত্র সমবায় সমবায়। কবির এই কথা নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় শনিবার সকালে "সাম্য ও সমতার, দেশ গড়বে সমবায়" শ্লোগানকে সামনে রেখে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে আলোচনা সভা ও এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন। এসময় উজেলার শেষ্ঠ সমবায়ীদের মাঝে সমমানা সনদ বিতর করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, উপজেলা বিআরডিবি চেয়াম্যান মো. আক্তারউজ্জামান, বাগধা ইউনিয় আমবৌলা গ্রামে সমবায়ী মো. ফিরোজুর রহমান খান লালু, আস্কর গ্রমের বিমল মল্লিক প্রমূখ। সভাশেষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যদিকে গৌরনদীতে উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী’র সভাপতিত্বে আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।