কাহারোলে টানা বৃষ্টি ও বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৪:২৩ পিএম
কাহারোলে টানা বৃষ্টি ও বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস ও তিন দিনের টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাঠের পর মাঠ ধানের গাছগুলি বাতাসের কারণে মাটিতে নুইয়ে পড়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মাঠের এই দৃশ্য।  ডাবর গ্রামের স্কুল শিক্ষক আমন চাষী হরিশ চন্দ্র রায় জানান, ১০ বিঘা আমন ধান মাটিতে সম্পূর্ণরূপে নুইয়ে পড়েছে জমিতে পানি থাকার কারণে ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই গ্রামের কৃষক জগদীশ চন্দ্র রায় জানান, তার ৮বিঘা স্বর্ণ জাতের ধান সম্পূর্ণরূপে মাটিতে পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলছেন তিনি। অপরদিকে উপজেলার চকপ্রাণকৃষ্ণ গ্রামের কৃষক আব্দুল হক বলেন, এই তিন দিনের বৃষ্টি ও বাতাসে ১৪ বিঘা ৩৪ জাতের ধান মাটিতে পড়ে গেছে। ধানের চাল এখন পর্যন্ত না আসার কারণে কী পরিমাণ ক্ষতি হবে তা বলা সম্ভব হচ্ছে না। উপজেলার ঈশানপুর গ্রামের মোঃ সামসুল ইসলাম জানান, শুক্রবারের বৃষ্টি ও বাতাসে তার ১২ বিঘা ৩৪ জাতের ধান মাটিতে নুয়ে পড়েছে। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমান মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবীদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, টানা কয়েক দিনের বৃষ্টি ও বাতাসে আমান ধানের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। মাঠ পর্যায়ে কর্মকর্তারা তথ্য নিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ অফিসকে জানালে তখন বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে