ঝিনাইদহকে পরিকল্পিত আধুনিক ও সমৃদ্ধ জেলা গড়তে সেমিনার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৪:৩২ পিএম
ঝিনাইদহকে পরিকল্পিত আধুনিক ও সমৃদ্ধ জেলা গড়তে সেমিনার

ঝিনাইদহকে একটি পরিকল্পিত,আধুনিক ও সমৃদ্ধি জেরা গড়তে মাস্টার প্লান তৈরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের আয়োজন করেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। অনুষ্ঠানে শুরুতে শিক্ষা ও উন্নয়ন বিষয়ে আলাদা আলাদা কনটেন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, সদর হাসপাতালের তত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান,ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা গণ অধিকারের সভাপতি শাখাওয়াত হোসেন, ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ডাক্তার মোমতাজুল করিম, আমার বাংলাদেশ পার্টির সাধারন সম্পাদক নাজমুল ইসরাম, স্থপতি খন্দকার হাসিবুল কবির,শিক্ষানুরাগী সাবেক অধ্যক্ষ মোাহাব্বত হোসেন টিপু, ঝিনাইদহ জেরা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল বাশার,জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আব্দুর রশিদ বিশ্বাস, এ্য্যাড শামছুজ্জামান লাকি, হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজিবী সংগঠনের প্রতিনিধিরা।  

জেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু বলেন, ঝিনাইদহ উন্নয়নে যে মাস্টার প্লানের কথা বলা হচ্ছে এটা বাস্তবায়ন করবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। 

জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, আমাদের দেশের দূর্নীতিরোধ করতে পারলে উন্নয়ন তরান্বিত করা সহজ হবে। শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে যে বরাদ্দ হয় তা শেষ পর্যন্ত শতভাগ ব্যবহার করা হয় না।বরাদ্দে শতভাগ ব্যবহার নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে বলে যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে