কাহারোলের সমবায় কর্মকর্তা কর্মস্থলে থাকেন না

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৪:৩৩ পিএম
কাহারোলের সমবায় কর্মকর্তা কর্মস্থলে থাকেন না

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা অফিসের কর্মকর্তা মোঃ সারোয়ার মুর্শেদ দিনাজপুর শহরে ৩০ কি. মিটার দূর হতে নিয়মিত অফিস করেন তিনি সময়মতো অফিসে উপস্থিত হতে পারেন না। অনেক সময় দেখা গেছে দুপুর ১২ টা পেরিয়ে গেলেও তাকে অফিসে যেয়ে পাওয়া যায় না। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফিল্ডে কাজ আছে বিধায় অফিসে যেতে পারি নাই। নিয়ম হচ্ছে সকাল ৯টায় অফিসে উপস্থিত হয়ে অফিসের যাবতীয় কাজকর্ম দেখার দায়িত্ব একজন কর্মকর্তার। অফিসে কাজকর্ম শেষ করে বাইরে যেয়ে কাজ করার নিয়ম রয়েছে। কিন্তু সমবায় কর্মকর্তা সেই আইনের মধ্যে পড়েন না। তার নিজস্ব আইনে অফিস করেন। কাহারোল উপজেলায় যোগদান করার পর থেকে ব্যাপক অনিয়ম করেছেন বিভিন্ন সমিতি রেজিষ্ট্রেশন, অডিট সহ বিভিন্নভাবে অনিয়ম করে আসছে। দিনাজপুর ১- আসনের সাবেক এম.পি মনোরঞ্জন শীল গোপালের একমাত্র আস্থাভাজন হিসেবে কাজ করেছেন তিনি। সাবেক এম.পি’র কথামতো সমিতি রেজিষ্ট্রেশন করে অবৈধভাবে বড় বড় পুকুর লীজ নিয়ে দিয়েছেন সাবেক এম.পি’র লোকজনকে। সাবেক এম.পি’র দাপটে তিনি নিয়মকে অনিয়ম করে আসছেন। বিভিন্ন তদন্ত তার কাছে আসলে টাকা ছাড়া তিনি কোন তদন্ত রিপোর্ট সঠিকভাবে দেন না। ৫নং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগের ভিত্তিতে সমবায় কর্মকর্তাকে তদন্ত দেওয়া হলে তিনি সঠিক তদন্ত রিপোর্ট দেন নাই মোটা অংকের উৎকোচের বিনিময়ে রিপোর্টটি ধামাচাপা দেন। শনিবার সমবায় দিবস পালন করা হয় জাকজমকভাবে। সরকারি বরাদ্দ থাকার পরও সমিতির সভাপতির নিকট থেকে চাঁদা গ্রহণ করেন। ৫নং সুন্দরপুর ইউনিয়নের সাবেক ইউ.পি সদস্য ও সমিতির সভাপতি খলিলুর রহমানের নিকট ১০০০ হাজার টাকা সমবায় দিবসের নামে চাঁদা নিয়েছেন। 

এই ব্যাপারে সমবায় কর্মকর্তা মোঃ সারোয়ার মুর্শেদ-এর সঙ্গে তার মুঠোফোনে ০১৭৫২১৮৬৪৭১ আমাদের প্রতিনিধি জিজ্ঞেসা করলে চাঁদা নেওয়ার ব্যাপারে তিনি বলেন, কেউ বললে বলতে পারে কিন্তু আমি টাকা নেই নি। অনেক বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ফোনে নয় অফিসে এসে কথা বলেন।

আপনার জেলার সংবাদ পড়তে