সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন। এরপর সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য মনোজ্ঞ র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, কেটুন হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ জীবন চন্দ্র ধর, তুমলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী স্যামুুয়েল আলেক জেন্ডার রোজারিও, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারী সঞ্চিতা রোজারিও, রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির সরকার, চুয়ারিখোলা উত্তর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নুরুল ইসলাম নুরু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সমবায় দিবসের বিশেষ তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। সমবায়ীরা মনে করেন সম্মিলিত উদ্যোগেই সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া জানান, উপজেলা পর্যায়ে সমবায় সমিতির সংখ্যার মধ্যে কেন্দ্রীয় সমিতি ১টি, আশ্রয়ণ প্রকল্প সমিতি ৩টি, কালবভুক্ত সমিতি ৩৩টি, পানি ব্যবস্থাপনা সমিতি ১টি, সিভিডিপি প্রকল্পভুক্ত সমিতি ৬০টি এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির সমিতি ১২৬ টি। উপজেলায় সমবায় সমিতি সমূহের গৃহিত বিভিন্ন প্রকল্পে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা ৩১৫ জন। সমিতির সদস্যদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রায় ২৫৬৪৯ জন সদস্যের। বিগত ও চলতি অর্থবছরে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ এর আওতায় ১২৫ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট চলতি ১৮ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৪ সালে সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০ জন যুবককে ইলেকট্রিক ও প্লাম্বিং ২ মাসের কোর্সে সাভার ও টঙ্গী বিসিক ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন বহিৃ শিখা রায় সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ও সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।