বিরলে ৪২ বিজিবি কর্তৃক ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৫:০৫ পিএম
বিরলে ৪২ বিজিবি কর্তৃক ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৬ টায় বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের সীমান্ত পিলার ৩২২/৫-এস হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়াগঞ্জ গ্রামের শালবাগান নামক স্থানে কিছু চোরাকারবারী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একত্রিত একটি বিশেষ টহলদল বর্ণিত স্থানে গমন করে তাদেরকে চ্যালেঞ্জ করলে অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা হাতে থাকা ব্যাগ ফেলে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ৪৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে