টাঙ্গাইলের দেলদুয়ারে একই স্থানে একই সময়ে ৩টি সংগঠনের সভা সমাবেশের ঘোষনা দেয়ায় উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন। ফলে কোনও সংগঠনই তাদের নির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি। জানা যায়, ০১ নভেম্বর মুক্তিযোদ্ধাদের একাংশ শনিবার মুক্তিযোদ্ধকালীন কোম্পানী কমান্ডার ফজলুল হক দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজনের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনে আবেদন করেন। একই স্থানে একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ওয়াহেদুল্লাহ্ মিয়া যুব সমাজকে মাদক থেকে ফেরাতে মতবিনিময় সভার অনুমতি চেযে আবেদন করেন। একই স্থানে একই সময় ৩টি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ০১ নভেম্বর ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা স্টেডিয়াম ও এর আশপাশ ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী বলেন, একই জায়গায় একই সময়ে ৩পক্ষের সভা সভা-সমাবেশ অনুষ্ঠিত হলে যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা সহ বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরীর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে মর্মে গোয়েন্দা সংস্থা আগাম বার্তা প্রেরণ করেছেন। সেদিকটা বিবেচনায় নিয়ে ফৌজদারি কার্যবিধি ১৪৪ (১) ধারার ক্ষমতা বলে উপজেলা স্টেডিয়াম চত্বরের ৫০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, প্রিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকডোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাটিসোটা- অস্ত্রসস্ত্র- বিষ্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বে আইনি অনুপ্রবেশ নিশিদ্ধ ঘোষনা করা হয়েছিল। শনিবার দুপুর পর্যন্ত উপজেলা স্টেডিয়াম এলাকায় কোনও পক্ষেরই উপস্থিতি লক্ষ্য করা যায়নি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে মোতায়ন রয়েছে।