চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৬:০৫ পিএম
চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা করেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ইয়াকুব আলী। চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মোঃ এনামুল হক খান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা। স্বাগত বক্তব্য দেন উপজেরা সমবায় অফিসার।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস ছালাম মোল্যা, সমবায়ী মোঃ নজরুল ইসলাম, কবিরুল আলম ও ওয়াছেল শিকদার প্রমূখ। বক্তারা, উপজেলায় উৎপাদনমুখী সমবায় গড়ে তোলে সাম্য ও সমতার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে