সৈয়দপুরে জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ পিএম
সৈয়দপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীর সৈয়দপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার ভুমি মেহেদী ইমাম এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান,সৈয়দপুর নগর উন্নয়ন সমিতির সভাপতি মাজেদ ইকবালসহ অনেকে। পরে সফল ৬ সমবায় সমিতিকে ক্রেট প্রদান করা হয়। তার মধ্যে নগর উন্নয়ন সমিতির সভাপতি মাজেদ ইকবালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভিজিটর পাশ চালু

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি:শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসা ও রোগীদের সাথে আসা অতিরিক্ত দর্শনার্থীদের ভিড় সামাল দিতে ভিজিটর পাশ চালু করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার  সকালে আনুষ্ঠানিক এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক যুগ্নসচিব ফৌজিয়া খান। 

 শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতাল শাখার আয়োজনে কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা ড্যাব সভাপতি ডা. মো. মজিবর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান,শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালের উপপরিচালক ডা:সাইফুল ইসলাম, জেলা ড্যাব সাধারণ সম্পাদক ডা. এস.কে.এম নাজমুল হাসান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও চর্ম-যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম আহসান জুয়েল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মীর নূর-উস-সাদ সৈকত। 

এ সময় চিকিৎসক নার্স সহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমবায়ীরা দেশের আর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে -ডিসি ফৌজিয়া খান

আমিনুল হক সাদী:জেলা প্রশাসক যুগ্নসচিব ফৌজিয়া খান বলেছেন, সমবায়ীরা দেশের আর্থ সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। আমি সমবায়ী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই।

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমবায় নীতিমালা অনুযায়ী আপনারা কাজ করবেন। কেউ ভুল পথে হাটলে সমিতি নিবন্ধিত না করে কার্যক্রম পরিচালনা করলে দুর্নাম হয়ে যাবে তাই সবাইকে সমবায় আইন অনুযায়ী চলতে হবে।

কিশোরগঞ্জ জেলায় ৩০টি কেন্দ্রীয় সমবায় সমিতি এবং ৩৭৪৬টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এসব সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য রয়েছেন ১,৬১,০৯৫ জন; যার মধ্যে পুরুষ ১,৩৩,৯৭৫ জন ও নারী ২৭,১২০ জন।

দেশের মোট জনসংখ্যার একটি বিশাল অংশ রয়েছে যুব সমাজ। অনেকেই বেকার,বয়সসীমা অতিক্রম করলেও তারা বেকারত্ব ঘুচাচ্ছে সমবায়ের মাধ্যমে।

আজকের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়। এখানে বৈরিতা থাকবে না, এখন সময় এসেছে এ লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার। পেছনের ভুলগুলো শুধরে বৈষম্যহীন একটি দেশ গঠন করবো। একটি সুন্দর দেশ গড়াই হলো সমবায়ের মূল লক্ষ্য। নতুন পরিকল্পনা প্রণয়ন ও গ্রহণ করবো।

পুরস্কারপ্রাপ্ত সমবায়ীদের উদ্দেশে বলেন, পুরস্কার এক ধরনের উৎসাহ তৈরী করে আপনার কাজে আরও এগিয়ে দেয়। আজকে যারা সমবায়ে অবদান রাখায় পুরস্কার গ্রহণ করছেন সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কিশোরগঞ্জ জেলা সমবায় অফিসার মো নবীউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সূফি সাজ্জাদ আল ফোজায়েল।

জেলা সমবায়ের সরেজমিনে তদন্তকারী মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সমবায়ী এড শরিফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপ-সহকারী নিবন্ধক শাহানারা হাসিন, মাইজখাপনের সমবায়ী এবিএম আমির উল্লাহ তালাল প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে  কিশোরগঞ্জ জেলার সমবায় সমিতি সমূহের ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের অডিট সম্পাদনের উপর ভিত্তি করে সরকারি খাতে রাজস্বসহ সর্বোচ্ছ সিডিএফ বা সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী ১১টি সমবায় সমিতিকে ও বিভাগীয় পর্যায়ে পুরস্কারের জন্য মনোনিত হওয়া তিনটি সমবায় সমিতিসহ সর্বমোট ১৫টি সমবায় সমিতিকে জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ,রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে