‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’- প্রতিপাদ্যে রাজশাহীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার ( ১ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সমবায় বিভাগ, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বলেন, সমবায় মানে আমরা সবাই মিলে একটি কাজ করবো এক সাথে। তাই শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য। বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নগর পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সঞ্চয় ও ঋণদান, কৃষি এবং মহিলা সমবায় সমিতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি প্রধানদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।