দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৭:৪৩ পিএম
দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ নভেম্বর-২০২৫ ইং) সকাল ১১টায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ এম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল।  অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, মোঃ সোহাগ হোসেন, ইকবাল মোল্লা, খান শহিদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান  । আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীণ লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রওশন আজাদ, প্রফেসর ইলিয়াস হুসাইন, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, মোঃ হাবিবুর রহমান, মোঃ সেলিম সাহেব, মোল্যা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদারসহ দিঘলিয়ার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীতিক আইনজীবী, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে