বিশেষ সম্মাননা পেলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ও হালদা নৌ-পুলিশ ফাঁড়ি

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৭:৪৪ পিএম
বিশেষ সম্মাননা পেলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ও হালদা নৌ-পুলিশ ফাঁড়ি

দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের  হালদা নদীর ব্রুড মাছ রক্ষা, ডলফিন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পেলেন রাউজানের প্রাক্তন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী ও নৌ-পুলিশ ফাঁড়ি।

গত ৩০ অক্টোবর  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে ‘বিশেষ সম্মাননা’ স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন ওই মৎস্য কর্মকর্তা। এছাড়া হাটাজারী উপজেলার উত্তর মাদার্শা  ইউনিয়নের রামদাস মুন্সিরহাটস্থ হালদা অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির পক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন ফাঁড়ির ইনচার্জ এএসআই (নিরস্ত্র) মো. রমজান আলী। তিনি  দেড় বছর যাবৎ ওই ফাঁড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে হালদা নদী ও নদীর জীববৈচিত্র রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, রিভার ক্লাব ও হালদা নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত উক্ত সমনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।

ল্যাবরেটরির কোার্ডিনেটর  প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএফের প্রধান নির্বাহী জহিরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, প্রফেসর শহিদুল আমিন চৌধুরী, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম এর সহকারী অধ্যাপক আরিফ আনোয়ার খান, চবি'র প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শামছিল আরেফিন, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ডিমসংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর, রাউজান উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম এবং সাবেক কমিশনার রোকন উদ্দিনসহ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে