মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৮:০০ পিএম
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

পরে পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী প্রধান অতিথি ছিলেন।

প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আখতারুজ্জামান আল মনসুরের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির প্রকল্প কর্মকর্তা সেলিনা বেগম, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুল হাকিম, সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম ও উজ্জল কুমার কবিরাজ, প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে