দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চেংগ্রাম থেকে শুক্রবার দিবাগত গভির রাতে কে বা কাহারা গভির নলকুপের একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এব্যপারে ট্রন্সফরমারের মালিক আইয়ুব আলী বাদী হয়ে শনিবার বিকালে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায় ঘোড়াঘাট উপজেলার চেংগ্রামের মৃত আবির আলীর ছেলে আইয়ুব আলীর জমিতে নলকুপ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুটির সহিত ৫ কেভি ট্রান্সফরমার লাগানো ছিল, যার আনুমানিক মুল্য ৩৫ হাজার টাকা। শনিবার সকালে ৬টার সময় বাদী আইয়ুব আলী জমিতে গিয়ে দেখেন যে, তার বৈদ্যুতিক খুটির নিচে ট্রান্সফরমারের খোলসটি পড়ে রয়েছে এবং তামার কয়েলগুলি চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়।