চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এলাকার ব্যক্তিদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় রহনপুর বাজারস্থ লালন মার্কেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রহনপুর কুরআনের আলো সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ ম্যাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও সংগঠনের উপদেষ্টা আব্দুস সাত্তার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রবিউল আওয়াল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর ইউসুফ আলী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যপক মুজিবুর রহমান, রহনপুর কুরআনের আলো সংগঠনের সহ-সভাপতি ও সাংবাদিক শহীদুল ইসলাম, সাধারণসম্পাদক নেশ মোহাম্মদ মন্টু, উত্তর রহনপুর কেন্দ্রীয় আহলে হাদীস মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল বাসির, রহমতপাড়া মিনার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদিকুল ইসলাম, ইসলাম নগর জামে মসজিদের পেশ ইমাম আব্দুল আজিম প্রমূখ।