সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম
সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে সিলেটের জনপ্রিয় ও বৃহত্তম মেধা বৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) নগরীর তিনটি কেন্দ্রে একযোগে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার; শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা; এবং আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর নগরীর প্রায় ৩৫০টি স্কুল ও মাদরাসা থেকে ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।

অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন, ডা. আব্দুল লতিফ, ডা. মাশুক আহমদ, জনাব গোলাম রব্বানী, প্রিন্সিপাল, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ; জনাব লুৎফর রহমান হুমায়দী, প্রিন্সিপাল, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা; এবং আনোয়ারুল ওয়াদুদ টিপু, সহকারী অধ্যাপক, ক্রিস্চিয়ান ইউনিভার্সিটি, ফিলিপাইন্স।

এছাড়া উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শাহীন আহমদ, ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু, পরিচালক ডা. নাবিল মাহমুদ নিলয়, সহকারী পরিচালক আহসান হাবীব ও মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি রেজাউল ইসলাম, ফাহাদ হোসাইন, মো. তৌহিদুল ইসলাম, আবুল হাসান রিয়াদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরীক্ষা শেষে আয়োজকরা জানান, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আগামী প্রজন্মকে নৈতিক, সৃজনশীল ও জ্ঞাননির্ভর শিক্ষায় উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে