সিলেটে বাসদ কার্যালয় থেকে আটক ২২

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) :
| আপডেট: ১ নভেম্বর, ২০২৫, ০৮:১৩ পিএম | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৮:১৩ পিএম
সিলেটে বাসদ কার্যালয় থেকে আটক ২২

ব্যাটারিচালিত রিকশা চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দেলনে সহায়তার অভিযোগে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর আম্বরখানা এলাকায় দলটির জেলা কার্যালয় থেকে ২২জন এবং রাতে সুমন নামের একজন বাসদ নেতাকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার ব্যাটারি রিকশা শ্রমিকরা কর্মসূচি পালনের চেষ্টা করছিলেন। এতে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি।

গত সেপ্টেম্বরের শেষ দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে নগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু হয়। এ সময় বহু রিকশা জব্দ ও চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ রয়েছে।

এ অবস্থায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিকরা চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা ১১ দফা দাবি পেশ করেন, যার মধ্যে অন্যতম- ব্যাটারিচালিত রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার।

বিক্ষোভের একপর্যায়ে শ্রমিক প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করে। তবে দাবি না মানলে রোববার অনশন কর্মসূচির ঘোষণা দেন তারা।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী অভিযোগ করেন, “ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে।” সংঘাত এড়াতে শ্রমিকদের রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি বলেও তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে