মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) :
| আপডেট: ২ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৯:০২ পিএম
মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জেলার মাদারগঞ্জ উপজেলার সিঁধুলী ইউনিয়নে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশু নিখোঁজ রয়েছে।  শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ থানার ওসি মো.সাফুল্লাহ সাইফ জানান, বিকালে সিধুঁলী ইউনিয়নের চর ভাটিয়ানি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা দুদু মিয়ার দুই সন্তান পলি আক্তার(১২) ও মো.আবু হোসেন(৮), একই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম(১০), পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার বাউসী এলাকার নূর ইসলামের ছেলে সায়েবা(৮) ও অজ্ঞাত পরিচয়ের আরো এক শিশু বিকালে ঝিনাই নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা সবাই নদীতে তলিয়া যায়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে পলি আক্তার, মো.আবু হোসেন ও সায়েবার মৃতদেহ উদ্ধার করেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.রবিউল ইসলাম আকন্দ বলেন, নিহত ওই তিন শিশু ছাড়াও আরো দুই শিশু নদীতে একই সাথে নদীতে গোসল করতে নামে। তিন জনের মৃতদেহ উদ্ধার করা হলেও বাকী দুই শিশুর সন্ধান এখনো পাওয়া যায়নি। শনিবার সকালে ডুবরী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করবেন বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে