নব নিযুক্ত হালদা নদী প্রকল্প পরিচালক

হালদা নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৯:০৪ পিএম
হালদা নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত

চট্টগ্রামের  হালদা নদীর  প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক  নাজিম উদ্দীন শনিবার হালদা নদী পরিদর্শন করেছেন। এই সময় তিনি হালদা নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অব্যাহত থাকবে বলে অভিমত প্রকাশ করেন। পরে তিনি  হালদার প্রবীণ ডিম সংগ্রহকারী জাতীয় মৎস পদক ২০২৫প্রাপ্ত   কামাল উদ্দিন সওদাগর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন রামদাস মুন্সির হাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ , রমজান আলী, উপস্থিত ছিলেন আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারি ব্যাবস্থাপক  নুরুল হাকিম প্রমূখ। 

সাক্ষাৎকালে তিনি হালদা নদীর ঐতিহ্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া সংরক্ষণে প্রবীণ ডিম সংগ্রহকারীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

কামাল উদ্দিন সওদাগর হালদা নদীতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নানা স্মৃতিচারণ তুলে ধরেন এবং ভবিষ্যত প্রজন্মের জন্য নদী সংরক্ষণে তাঁর শুভকামনা ব্যক্ত করেন।

 এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হালদা নদী সংরক্ষণে প্রশাসন ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে