দৌলতপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম
দৌলতপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও  সমতায়, দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়া দৌলতপুরে  ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে  শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমবায়ীগোলাম মোস্তফা, মোঃ কামরুল ইসলাম,সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু, মোঃ হেলাল উদ্দিন। সমবায়ীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং সমবায়ের উন্নয়নে সরকারের ‌ সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে