গণতান্ত্রিক ঐক্যের জরুরী সভা শনিবার সকাল সাড়ে দশটায় জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)'র মহাসচিব হারুন আল রশিদ খান। সভায় দেশের ক্রান্তিকালে স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী আদায়ের আন্দোলন সংগ্রাম গণদাবিতে পরিনত করার সময়োপযোগী এবং তাঁর সময়ে যথাযথ নেতৃত্ব দেওয়ার জন্য গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রবীন জননেতার সুস্বাস্থ্য কামনা করা হয়। শনিবার ১ লা নভেম্বর থেকে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন হারুন আল রশিদ খান, মহাসচিব, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। হারুন আল রশিদ খানের সমন্বয়কের দায়িত্ব পালনকালে স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী আদায়ের সংগ্রাম কে আরো বেগবান করে দেশমাতৃকা কে রাহুমুক্তির অভীষ্ট লক্ষ্যে পৌঁছান ও সার্থক করার আশাবাদ ব্যক্ত করা হয়।