সাতক্ষীরা জেলার আশাশুনি সরকারি কলেজের ১৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে উদারতা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে এএমএফ শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। শনিবার বিকেলে উদারতা যুব ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তাহের। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা উদারতার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ শিক্ষাবৃত্তি তাদের উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অপি সরকার বলেন, “আমরা উদারতা যুব ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ; আমাদের মতো পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষাবৃত্তির পাশাপাশি দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে যে গাইডলাইন দিচ্ছে, সেটি বড় প্রাপ্তি।” অপর শিক্ষার্থী নুপুর সুলতানা বলেন, “আমার পরিবারের পক্ষে টিউশন ফি ও বই কেনা কঠিন ছিল; সেখানে উদারতা আমার উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে।” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “উদারতার এএমএফ শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি মেধা ও মানবিকতার বিকাশে একটি আন্দোলন। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মেধাবীরা যেন দিকনির্দেশনা ও সহায়তার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।” সভাপতির বক্তব্যে আবু তাহের বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে। তাদের এই কাজ আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।” বৃত্তি কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন মোহাইমিনুল ইসলাম। উদারতা যুব ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নিয়মিতভাবে “এএমএফ শিক্ষাবৃত্তি” কার্যক্রম পরিচালনা করছে।