ভেড়ামারা হাজী কল্যান পরিষদের ১১ সদস্যের কমিটি গঠন

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০২:২০ পিএম
ভেড়ামারা হাজী কল্যান পরিষদের ১১ সদস্যের কমিটি গঠন

কুষ্টিয়ার অন্যতম ইসলামী স্বেচ্ছাসেবী সংগঠন ভেড়ামারা হাজী কল্যান পরিষদের ১১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সকালে ভেড়ামারা মডেল মসজিদের হলরুমে হাজীদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের এই অনুষ্ঠানে সকল দলমতের উর্দ্ধে উঠে হাজীদের ব্যাপক সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব হাফেজ মোঃ খাদেমুল ইসলাম। এছাড়াও সহ ুসভাপতি নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব মাহবুবুল আলম খাঁন, আমিনুর রহমান ও মিজানুর রহমান। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, ২০১৪ সালে প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক, বিশিষ্ট লেখক ও কৃষিবিদ আলহাজ্ব জৈমুদ্দীন আহমেদ। যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব মোঃ মোলায়েম হোসেন এবং বজলুর রহমান, অর্থ সম্পাদক আলহাজ্ব নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, দপ্তর ও সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, ধর্মীয় সম্পাদক হাফেজ মোঃ মকবুল হোসেন। এছাড়াও আলহাজ্ব আমিরুল ইসলাম, আলহাজ্ব মুফতি আব্দুর রউফ, আমিনুল ইসলাম খোকন, রাশেদ আজগর, আফজালুর রহমান পান্না, আনোয়ার হোসেন বাবলু, মজিবর রহমান, আবুল কালাম আজাদ মানিক কে নিয়ে ৮ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।