ন্যায্য দাবি আদায়ে রাজপথে ‘সিলেট আন্দোলন’

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৩:২৭ পিএম
ন্যায্য দাবি আদায়ে রাজপথে ‘সিলেট আন্দোলন’

সিলেটের উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে সিলেটে অবস্থান ধর্মঘট পালন করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। রোববার (২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

গণ-অবস্থান চলাকালে সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। অংশগ্রহণকারীরা সড়কে বসে অবস্থান নেন এবং সিসিকের পানির গাড়ি দিয়ে রাস্তা অবরোধ করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে অবস্থান কর্মসূচি থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দেন অবস্থানকারীরা।

আরিফুল হক চৌধুরী বলেন, “উন্নয়নে সিলেট দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটে সরকারি বরাদ্দ অপ্রতুল। আমরা বারবার দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই গণ-অবস্থান কর্মসূচি পালন করছি। উন্নয়ন বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “এ আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও সিলেটের মানুষের ন্যায্য অধিকারের দাবিতে গড়ে ওঠা। প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেওয়া হবে, যাতে তারা আমাদের দাবি না শুনে বের হতে না পারেন।”

এর আগে শনিবার (১ নভেম্বর) রাতে নগরীর শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে ‘সিলেট আন্দোলন’-এর ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার রাতে কুমারপাড়ায় নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে ‘সিলেট আন্দোলন’ নামে সর্বজনীন প্ল্যাটফর্ম গঠন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে