সরাইলে ‘তরী’র মতবিনিময় সভা, বিদায়ীকে ফুলেল শুভেচ্ছা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৩:৪৭ পিএম
সরাইলে ‘তরী’র মতবিনিময় সভা, বিদায়ীকে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন’ - এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘তরী’ বাংলাদেশ সরাইল শাখার মতবিনিময় সভা। সদস্য সচিব শিক্ষক মো. শাহগীর মৃধার সঞ্চালনায় আহবায়ক প্রভাষক মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ‘তরী’ বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ। বক্তব্য রাখেন- ‘তরী’ বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সুশান্ত পাল ও সোহেল রানা ভূঁইয়া, সরাইল শাখার সদস্য সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, লেখক গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিব কুমার দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সাবেক ব্যাংক কর্মকর্তা এম.এ মুসা, সমাজকর্মী মো. শাহিন শাহ, শিক্ষক মোছা. নাজমা বেগম, মো. আব্বাস উদ্দিন, মো. মুখলেছুর রহমান প্রমূখ। এ ছাড়া মো. কামরূল ইসলাম, কামাল উদ্দিন সজল, মামুন মিয়া ও আলমাছ উপস্থিত ছিলেন।  বক্তারা সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন তরীর কাজের প্রশংসা করে বলেন, নদী পুকুর খাল জলাশয় ও প্রকৃতি না বাঁচলে বাঁচবে না দেশ। পরবর্তী প্রজন্ম পাবে না সুষ্ঠু সুন্দর পৃথিবী। তরীর কাজ গুলো দেশ ও মানুষের মঙ্গলের জন্য। সরাইল উপজেলার নদ-নদী, খাল-বিল, হাওড়-বাওড়, পুকুর-জলাশয়, ফসলি জমি, ইটভাটাসহ পরিবেশ বিপর্যয়ের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্কুল, কলেজ, মাদরাসায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন। সেই সাথে সচেতনতা বুদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃতির আহবান করা হয়। কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামীম আহমেদ সহ অন্য সদস্যরা বলেন, তরী বাংলাদেশ মূলত নদী ও প্রকৃতি সুরক্ষায় দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। দেশের মানুষজন সচেতন হলেই এই আন্দোলন স্বার্থক হবে। নদী রক্ষায় দায়িত্বরত সরকারি দপ্তর গুলোর কার্যক্রম দৃশ্যমান ও বেগবান হলেই তেরশত নদীর দেশ বাংলাদেশ বা নদীমাতৃক বাংলাদেশ অথবা মাছে-ভাতে বাঙালী পরিচয়টা আবার ফিরে আসবে।  এজন্য রাজনৈতিক অঙ্গিকার খুবই জরূরী। আমরা অতীতেও দেখেছি রাজনৈতিক ছত্রছায়ায় বা রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে নদী দখল হয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছি। আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রেও যেন এ বিষয়টিকে গুরূত্ব দেওয়া হয় অনুরোধ করছি। নির্বাচন কমিশনকেও নদী দখলদার ও ভূমিদস্যুদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তরী বাংলাদেশ প্রত্যাশা করে একটি সুন্দর, সবুজ-শ্যামল, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে স্বস্ব অবস্থান থেকে সকলেই অবদান রাখবেন। স্থানীয় কিছু প্রকৃতিগত সমস্যা তুলে ধরে বক্তারা তরীর কাজে সকল প্রকার সহযোগিতার ঘোষণা দিয়ে বলেন, আমরা তরী পরিবারের সদস্য হিসেবে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করছি। বিশেষ অতিথিবৃন্দ তরীর কর্ম পরিধির বিস্তারিত বর্ণনা ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন। সকলকে সাংগঠনিক কর্মকান্ডের গতি আরো বৃদ্ধির আহবান জানান। গত এক বছরেরও অধিক সময়ে সরাইলে তরীর কাজের প্রশংসা করে বলেন, সদ্য বদলিকৃত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন শুরূ থেকে তরী সরাইল শাখার সকল কাজে গুরূত্ব সহকারে সহযোগিতা করে গেছেন। তিনি খুবই আন্তরিকতার সাথে সর্বসময় তরীর পাশে ছিলেন। উনার এমন অবদানের কথা তরী মনে রাখবে আজীবন। নদী দখল দূষণ, প্রকৃতি ধ্বংস, পুকুর খাল ভরাট ও প্রকৃতিকারীদের বিরূদ্ধে তিনি তড়িৎ ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তরী বাংলাদেশ ও সরাইল শাখার সকল সদস্য সভা শেষে মো. মোশারফ হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও তরীকে ধন্যবাদ জানিয়ে মানব কল্যাণে কাজ গুলো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে