বাড্ডায় বাড়ি থেকে গলিত অবস্থায় নারী-পুরুষের জোড়া মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম
বাড্ডায় বাড়ি থেকে গলিত অবস্থায় নারী-পুরুষের জোড়া মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ির ভেতর থেকে গলিত অবস্থায় এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে রোববার (২ নভেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পূর্বাচল ২ নম্বর লেনের ওই বাড়ির একটি কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায়, ঘরের ভেতর দুজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে—পুরুষটি সাইফুল ইসলাম (৩০) এবং নারীটি শাকিলা (২৮)।

পুলিশ জানায়, সাইফুল ওই এলাকার একটি মাদরাসায় দারোয়ানের কাজ করতেন। শাকিলা কাজ করতেন গৃহপরিচারিকা হিসেবে। স্থানীয়দের ধারণা, তাদের মৃত্যু ৭ থেকে ৮ দিন আগে হয়েছে। মরদেহ দুটি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি টের পান।

ওসি হাবিবুর রহমান বলেন, “ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

এদিকে বাড়িওয়ালা আতিক জানান, তিনি কিছুদিন আগে গ্রামের বাড়ি থেকে ফিরে আসেন। বাসা পরিষ্কার করার সময় প্রথমে দুর্গন্ধ পান এবং কিছু মরা ইঁদুর দেখতে পান। সেগুলো ফেলে দিলেও পরদিনও দুর্গন্ধ থেকে যায়। এরপর খোঁজ করতে গিয়ে গুদামের ভেতর মরদেহ দুটি দেখতে পান।

ঘটনার পর পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, নিহত দুইজন স্বামী-স্ত্রী কিনা তা নিশ্চিত নয়, তবে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে।

বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম বলেন, “দুজনের মৃত্যু রহস্যজনক। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

স্থানীয়দের অভিযোগ, ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে দরজা-জানালা বন্ধ থাকায় গন্ধ ছড়িয়ে পড়লেও কেউ সাহস করে ভেতরে যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে