বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব ঘোষণা করায় রূপসায় বিএনপি আনন্দ মিছিল

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৭:১৮ পিএম
বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব ঘোষণা করায় রূপসায় বিএনপি আনন্দ মিছিল

রূপসার কৃতি সন্তান সাবেক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পিকে খুলনা জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রূপসা উপজেলা বিএনপি, সহযোগি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পূর্ব রূপসাস্থ বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পূর্ব রূপসা ঘাট এলাকায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান। উপজেলা বিএনপি'র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বক্তৃতা করেন ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, আনসার আলী বিশ্বাস, মহাসিন জমাদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুবেল মীর, মোমিনুর রহমান সাগর ও ইয়ারুল ইসলাম রিপন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম দিদার, মিকাইল বিশ্বাস, মাহফুজুর রহমান, আব্দুল হালিম মোড়ল, আবু মুছা শেখ, নিজাম উদ্দিন টিটু, বাবু মোল্লা, আফসার তালুকদার, এসএম আব্দুল মালেক,খন্দকার শরিফুল ইসলাম, জেলা তাঁতি দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের ইউনুস গাজী, যুবদল নেতা এসএম মিজানুর রহমান, মিকাইল হোসেন, সাজ্জাদ হোসেন লিপন, মোঃ মহব্বত শেখ, শামীম মোল্লা,

রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, সাংগঠনিক সম্পাদক মোঃ পিয়াস মুন্সি, বিএনপি নেতা অন্তর হোসেন মাসুম, মনিরুজ্জামান মনি, সাইফুল ইসলাম পাইক, শ্রমিক দল নেতা লাভলু শেখ, বিএনপি নেতা আতাহার গাজী, গোলাম রব্বানী, মাজহারুল ইসলাম, ফয়সাল শেখ, মোঃ আরিফ, মোঃ সেলিম রেজা, কামরুজ্জামান জুয়েল, যুবদল নেতা রনি মোল্লা, ছাত্রদল আসাদুজ্জামান অপু, শ্রমিক নেতা মিঠু মোল্লা, তাঁতি দল নেতা শওকত আলী খান, সালমান খান, রেজাউল করিম ছোট, কৃষক দল নেতা মোঃ আব্দুল হালিম শেখ প্রমুখ। 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকের জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। নেতৃবৃন্দ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। 

উল্লেখ্য, গত ১ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে