ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৮:২৩ পিএম
ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৩১ অক্টোবর নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড়ে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ঘন্টাব্যাপী ওই মানববন্ধন পালন করে। এতে সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। এ সময় বক্তারা বলেন,আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এছাড়াও অসংখ্য দেশ বরেণ্য আলেম ওলামাদের হুমকি ও নির্যাতন করা হচ্ছে। তারই প্রতিবাদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ নীলফামারী সাংগঠনিক জেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মুল বক্তব্য পেশ করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি হাফেজ মওলানা মুহাম্মাদ আব্দুস সামাদ। বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ রশিদুল ইসলাম,অর্থ সম্পাদক মুহাম্মাদ ফরিদুল ইসলামসহ অনেকে।

সভাপতির বক্তব্যে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, ইসকন একটি হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন। আহলে হাদীছের আমীরকে হত্যার হুমকিসহ অসংখ্য দেশ বরেণ্য আলেম ওলামাদের হুমকি ও নির্যাতন করেছে এই ইসকন। এ কর্মসুচি থেকে আমরা ইসকনকে নিষিদ্ধ দাবী করছি।

আপনার জেলার সংবাদ পড়তে