চট্টগ্রামের হাটহাজারীতে শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আদর্শ সমাজ কল্যান পরিষদ এই সেবা ক্যাম্পের আয়োজন করেন। মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পে ১৩০ জন শিশুর বিনামূল্যে খৎনা,৪০০ জনের অধিক নাক ও কর্ণ ছেদন, ২০০ রোগীর ডায়াবেটিস টেষ্ট পরিক্ষা, ১০০জনের অধিক ব্লাড গ্রুপিং এবং ৭০০ অধিক রোগীকে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও জরুরি ঔষধ প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদ প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসাইন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ, লেঃ কর্নেল দিদারুল আলম পিএসসি, চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এডভোকেট আবুল কাসেম ও সংগঠনের সভাপতি নুরুচ্ছাপা প্রমূখ। চিকিৎসা সেবা ত্যাম্প সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্যাম্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ব্যাংকার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।