চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার মহাসমারোহে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান।
সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত ছিল " সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়"। সমবায় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতেয়ার আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে আহসান হাবিব, টিপু কুমার নন্দী ও প্রদীপ কুমার বড়ুয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় পরিদর্শক মোঃ খালেদ হোসেন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ শওকত আলম, বিশ্বজিৎ বড়ুয়া প্রমূখ। অনুষ্ঠানে সমবায়ে গুরুত্বপূর্ণ অবদান স্বীকৃতি স্বরুপ মৈত্রী সমবায় সমিতি লিঃ, আনন্দ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, হাটহাজারী ডেপলামেন্ড ও মাল্টিপারপাস,শান্তি কর্মজীবী সমবায় সমিতি কাটিরহাট, প্রভাতি সঞ্চয় ঋনদান সমবায় সমিতি, বৈশালী বুড্ডিস্ট কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রভৃতি সমবায় সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।