সুন্দরবনের দুবলাচরে ৩ দিনব্যাপী রাস উৎসব শুরু

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
| আপডেট: ২ নভেম্বর, ২০২৫, ০৯:০৮ পিএম | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৯:০৮ পিএম
সুন্দরবনের দুবলাচরে ৩ দিনব্যাপী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগর তীরবর্তী পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোর কোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ৩ দিন ব্যাপী রাস উৎসব শুরু হচ্ছে সোমবার। বুধবার প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারে পুণ্য স্নানের মধ্য দিয়ে রাস উৎসব শেষ হবে। এ উৎসব নির্বিঘ্নে করার জন্য জেলা প্রশাসন ও রাস উদযাপন কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে বন বিভাগ একটি সভা করেছেন। এ  রাস উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না। এদিকে এ উৎসবকে কেন্দ্র করে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে  মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন দুবলার আলোর কোলে সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের রাস উৎসব শুরু হচ্ছে সোমবার । বুধবার প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারে পুণ্য স্নানের মধ্য দিয়ে রাজ উৎসব শেষ হবে । রাস উৎসবে অংশ নিতে দেশ-বিদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার পুন্যার্থী দুবলার আলোর কোলে যাবেন বলে জানান।তিনি আরো জানান, রাস উৎসব নির্বিঘ্নে করার লক্ষ্যে বাগেরহাটের পুলিশ সুপার সহ পুলিশ কর্মকর্তাদের একটি টিম মঙ্গলবার আলোরকোলে আসেন। রাস উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলারক্ষা  সহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন। এ সময়ে পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মোড়লগঞ্জ,শরণখোলা) সার্কেল আশরাফ উল্লাহ পিপিএম, মোংলা  সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিফাতুল ইসলাম, শরণখোলা থানার ওসি মোঃ শহীদুল্লাহ, মোংলা  থানার ওসি মোঃ আনিসুর রহমান। দুবলা ফরেস্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার  দাস।মতবিনিময় সভা  শেষে পুলিশ সুপার দুবলার আলোরকোলে কোস্টগার্ড, রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন, ও বনবিভাগের অফিস ও আলোরকোলে অস্থায়ী রাধাকৃষ্ণের মন্দির পরিদর্শন করেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন এ বছরের রাস উৎসব নির্বিঘ্নে করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন, রাস উদযাপন কমিটি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভা করা হয়েছে। এ রাস উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না। ৩ নভেম্বর পুণ্যার্থীরা অনুমতি নিয়ে সুন্দরবনের নির্দিষ্ট রোড দিয়ে দুবলার আলোর কোলে রাস উৎসবে যোগ দিতে পারবেন। দুবলার রাস উৎসবে আগাত সনাতন ধর্মের সার্বিক নিরাপত্তা সহ কেউ যাতে হরিণ বা বন্যপ্রাণী স্বীকার করতে না পারে সেজন্য বনরক্ষীদের স্বাভাবিক টহল কার্যক্রম আরো জোরদার হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে