মোরেলগঞ্জে নির্বাচনী পথসভায় কাজী শিপন: জাতীয় নির্বাচনের আগে গণভোট নয়

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৯:২৩ পিএম
মোরেলগঞ্জে নির্বাচনী পথসভায় কাজী শিপন: জাতীয় নির্বাচনের আগে গণভোট নয়

বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাবুনিয়া ইউনিয়নের তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত নির্বাচনী পথসভায় জেলা বিএনপি নেতা বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন গণভোট নয়। একটি মহল গণভোটের ইস্যু সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে বানচাল করার পায়তারা করছেন। দেশের জনগন এ ষড়যন্ত্র কখনও মেনে নিবে না।

রোববার বিকেল ৫ টায় উপজেলার চৌকিদার বাজার হাটে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে বিএনপি নেতা মাষ্টার আব্দুস ছত্তার-এর সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যানোর মধ্যে বক্তৃতা উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সাদিক শিকদার, বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু, হোগলাবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজুল হক রিয়াজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক ভোটের জন্য আবারও আন্দোলন সংগ্রামে রাজপথে নামবে।

আপনার জেলার সংবাদ পড়তে