রাজিবপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৪

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৯:২৬ পিএম
রাজিবপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৪

কুড়িগ্রামের চর রাজিবপুরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।  আহতরা বর্তমানে চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. কোরবান আলী (৪৫), পিতা মৃত নুর হোসেন, সাং-শিবেরডাঙ্গী বাজারপাড়া, থানা চর রাজিবপুর, জেলা কুড়িগ্রাম, থানায় হাজির হয়ে স্থানীয় একই এলাকার ৭জনের নাম উল্লেখ্য করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে কোরবান আলী উল্লেখ করেন, তিনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। গত ৩০ অক্টোবর সকাল থেকে জমিতে টয়লেট নির্মাণ কাজ চলছিল। বিকাল আনুমানিক ৪টার দিকে বিবাদীগণ পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও লাঠিসোটা নিয়ে দলবদ্ধভাবে এসে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণে বাধা দেন। কোরবান আলীর অনুপস্থিতিতে তার মা সূর্যভানু (৬৫), স্ত্রী রাজিয়া বেগম (৪০), পুত্র শাহিন মিয়া (২০) ও ভাতিজা মাসুদ রানা (১৮) বাধা দিতে গেলে বিবাদীরা তাদের মারধর করে আহত করে।

অভিযোগে আরও বলা হয়, এসময় ১নং বিবাদী জহির উদ্দিন রাজিয়া বেগমের পোশাক টানাহেঁচড়া করে বিবস্ত্র করার চেষ্টা করে এবং ৫নং বিবাদীনি শাপলা বেগম তার গলার ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়। ৩নং বিবাদী সুমন মিয়া লোহার রড দিয়ে রাজিয়া বেগমের উপর আঘাত করতে থাকে।

ঘটনার পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কোরবান আলীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এ ব্যপারে অভিযুক্ত জহির উদ্দিন বলেন, আমি তাদের মারপিট করি নাই  

জমির তপশিল অনুযায়ী, মৌজা বালেমারী, জেএল নং ২৫, খতিয়ান নং ২৪৫, দাগ নং ৪৩০-এর মোট ৫৯ শতাংশ জমির মধ্যে কোরবান আলীর ওয়ারিশসূত্রে প্রাপ্ত অংশ ২৯.৫০ শতাংশ। অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা ওই জমি বেদখলের চেষ্টা করছে। চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন,“দুই পক্ষের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে