জয়পুরহাট-২ আসনের বিএনপি নেতাদের সঙ্গে ডিসি বারী-এর সভা

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৯:৪১ পিএম
জয়পুরহাট-২ আসনের বিএনপি নেতাদের সঙ্গে ডিসি বারী-এর সভা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপি'র নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কালাই উপজেলা মডেল মসজিদ হলরুমে ও কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলা এবং পৌরসভা বিএনপি আয়োজন এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালাই থানার ছাত্রদলের সাবেক সভাপতি ও  কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো. মৌদুদ আলম। এতে সঞ্চালনা করেন কালাই পৌর বিএনপি আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকাদার সোয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী।

বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। বিএনপি ও  ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি। আগামীতে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়বো। বিএনপি একটি শান্তি প্রিয় রাজনৈতিক দল। আমাদের প্রাণের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না। তাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা বিএনপি সভাপতি মো. খালেদুল মাসুদ আঞ্জুমা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রফেসর মো. আব্দুল আলিম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, আক্কেলপুর পৌসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি সিনিয়র নেতা মো. রফিকুল ইসলাম চপল,  কেন্দ্রীয় যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।

এ সময় জয়পুরহাট-২ আসনের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে