জামালপুরের মেলান্দহে আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন ব্লেকারকে আটক করেছে জিআরপি। আটকৃতরা হলো-শাহাজাতপুরের আব্দুল আজিজের ছেলে তোতা মিয়া (৬০) এবং জালালপুর গ্রামের চিহু শেখের ছেলে জুয়েল মিয়া (৩২)। ২ নভেম্বর সন্ধ্যার আগে মেলান্দহ রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জামালপুর জিআরপি থানার ওসি রবিউল ইসলাম জানান-আটককৃতদের কাছ থেকে আন্ত:নগর ট্রেনের ১৬টি আসনের বিপরীতে ৫টি অনলাইন টিকিটসহ কিছু নগদ অর্থ জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে কোর্টে সোপর্দ করা হয়েছে।