লক্ষ্মীপুরের রামগতিতে বছরের শুরুতে পাওয়া মাদ্রাসার ৭ম শ্রেণীর তিনটি এবং প্রাথমিকের ১ম ও ২য় শ্রেণীর তিনটি করে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। বুধবার সকালে উপজেলা সদর আলেকজান্ডার কামিল মাদ্রাসা এবং আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পৃথকভাবে এই বই বিতরণ করা হয়। বছরের শুরুতে মাধ্যমিক বিদ্যালয়গুলো কোন বই না পাওয়ায় শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, উপজেলা বিএনপির আহবায়ক মো. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, রামগতি প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল হক আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভবাকরা উপস্থিত ছিলেন।