খুলনার ডুমুরিয়ায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ছোট ভাই গাউস মোল্লা ও তার স্ত্রীর হাতে মারাত্মক যখম ও মারপিটের শিকার হয়েছে বড় ভাই সিদ্দিক মোল্যা ও তার স্ত্রী।
ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার গজেন্দ্রপুর গ্রামে।এ ঘটনায় ভূক্তভোগী মরিয়ম বেগমের থানায় দায়েরকৃত মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,ডুমুরিয়ায় উপজেলার উত্তর গজেন্দ্রপুর গ্রামের সহোদর বড় ভাই সিদ্দিক মোল্যার সাথে ছোট ভাই গাউস মোল্যার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আসামী গাউস মোল্যা ও তার স্ত্রী আসামী তারু বেগম সিদ্দিক মোল্যার ক্রয়কৃত জমিতে জোর পূর্বক খুঁটি(সীমানা পিলার) পুতে দেয়।
এ নিয়ে গত রোববার সকালে ভুক্তভোগী সিদ্দিক মোল্যা আসামি গাউস মোল্যার কাছে জমিতে খুঁটি পোতার কারণ জানতে চাইলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে গাউস মোল্যার হাতে থাকা ধারালো দা দিয়ে তিনি বড় ভাই সিদ্দিক মোল্যার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে যখম করে। এ সময় বিবাদী মরিয়ম বেগম এবং তার ছোট ছেলে ইসরাইল মোল্যা ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে। খবর পেয়ে স্থানীয় লোকজন গুরুত্বর আহত সিদ্দিক মোল্যাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংখ্যাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরবর্তিতে তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস,আই শ্রীনিবাস মিস্ত্রী জানান, মামলার ২নং আসামী তারু বেগমকে গ্রেপ্তার এবং আলামত হিসেবে একখানা দা জব্দ করা হয়েছে। প্রধান আসামীকে গ্রেপ্তারে জোর প্রচেস্টা অব্যহত রয়েছে।