চাটমোহরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার বিএনপির মনোনয়ন প্রত্যাশীর

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৫:৩১ পিএম
চাটমোহরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার বিএনপির মনোনয়ন প্রত্যাশীর

পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিলি ও রাজনৈতিক প্রচার চালাচ্ছেন।  রোববারও তিনি তাঁর কর্মী-সমর্থক নিয়ে ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিলচলন দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় করার পাশাপাশি ধানের শীষের পক্ষে প্রচার চালান। এসময় শিক্ষার্থীদের মাঝে হাসান জাফির তুহিনের নাম সম্বলিত ক্যাপ বিতরণ করা হয়।

জানা গেছে,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তাঁর কর্মী-সমর্থকদের দাবি বিএনপি হাসান জাফির তুহিনকে এই আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। শীঘ্রই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নও পাবেন। এ কারণে তিনি তিন উপজেলায় অষংখ্য বিলবোর্ড স্থাপন,লিফলেট বিতরণ,ক্যাপ বিতরণসহ ব্যাপক গণসংযোগ করছেন। করছেন পথসভা  ও সমাবেশ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তিনি গণসংযোগ করছেন,মতবিনিময় করছেন।   

কিন্তু শিক।ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারের বিষয়টি তাঁর প্রতিপক্ষ সহজভাবে মেনে নিচ্ছেন না। ঘটনা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই সমালোচনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান,বিদ্যালয় ছেলেমেয়েদের লেখাপড়ার স্থান, রাজনীতি শেখার নয়। এগুলো বন্ধ করা উচিত।

বিলচলন দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান বলেন,‘তুহিন সাহেব স্কুল ছুটির পর এসে শিক্ষার্থীসহ আমাদের সাথে মতবিনিময় করেছেন। কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম এখানে ছিল না। স্কুল মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের একত্র করে তিনি কথা বলেন ও লিফলেট বিতরণ করেন। 

হাসান জাফির তুহিনের সমর্থকরা বলেন,‘আমরা সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি তুলে ধরছি। এটি রাজনৈতিক প্রচার নয়,রাষ্ট্র সংস্কারের অংশ। তাছাড়া তুহিন সাহেব এই আসনের এমপি প্রার্থী। তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথেই মতবিনিময় করছেন,কথা বলছেন। এতে দোষের কিছু নেই। হাসান জাফির তুহিনের জনপ্রিয়তায় অনেকেই বিরুপ মন্তব্য করছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে