ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সীমান্তবর্তী সলেমানপুর উত্তর পাড়া গ্রামের মৃত আবুবকরের ছেলে সামেদ আলীর বাড়িতে রোববার দুপুরে ভিটে জমি থেকে মাটি কাটতে যেয়ে পিতলের হাড়ীর মধ্যে মুল্যবান ধাতু পাওয়া যায়। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিকর্তৃক মতামতে ভারতীয় রুপি বলে জানা যায়। ভারতীয় মুদ্রা গুলিতে ১৯০৪ -১৯১৮ সাল লেখা আছে। তবে রুপিতে কার ছবি তা পরিস্কার চেনা যাচ্ছে না। তৎকালীন বৃটিশ রাজ কেউ হবেন। সলেমানপুর গ্রামে সন্তোষ কুমার বিশ্বাস নামে একজন জমিদার ছিলো। ১৯৪৭ সালে দেশ বিভাজনের পর তারা ভারতে চলে যায়। ঐ সময় এসকল মুদ্রা দিয়ে খাজনা আদায় করা হতো। খোসালপুর বিজিবি ঘটনা স্থল থেকে উদ্ধার করে পুলিশের কাছে হন্তান্তর করেছে। মহেশপুর থানার এসআই হান্নান জানান ১৯ টি মুদ্রা তারা পেয়েছে যার ওজন ১৮ ভরি।