পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উক্ত ইউনিয়নের বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহিলা দলের প্রায় ৩হাজার নেতা-কর্মী অংশ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। উক্ত ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হাজারী লুৎফুন্নাহার, সহ-সভাপতি শিল্পী খাতুন ও মহিলা দল নেতা রাশিদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সিরাজুল ইসলাম মিন্টু। প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন তৃণমুল পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পাশাপাশি মহিলা দলকে সংগঠিত করতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অন্য যে কোন দলের প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে পরাজিত করে জয় লাভ করতে পারবে।