কয়রায় উপজেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মােকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগিতায় ও উত্তরণের এক্সসেস প্রকল্পের বাস্তবায়নে এবং কয়রা উপজেলা পানি কমিটি এ সংলাপের আয়ােজনে করে । সংলাপ অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডল। কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিননের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাক্তার শুভ বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ,কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্যাহ, উপজেলা সিপিবির সাধারন সম্পাদক গাজী আলাউদ্দিন, উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি জিএম ইয়াছিন আলী, কয়রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, কপােতাক্ষ কলেজের অধ্যক্ষ অলিউল্যাহ,পানি কমিটির সহ সভাপতি আনােয়ার হোসেন, ডাক্তার নুর ইসলাম খােকন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মাজেদ,সদস্য গাজী সিরাজুল ইসলাম, ডরপের উপজেলা সম্ময়কারী শরিফুল ইসলাম তুহিন, কয়রা সরকারী মহিলা কলেজের সহকারি অধ্যাপক জহরুল হক,প্রকল্পের কৃষি লাইফলিহুড কর্মকর্তা এনামুল হক, সিএসও কমিটির মােল্যা মনিরুজ্জামান, স্বপ্না মন্ডল প্রমুখ। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারী কর্মকর্তা,সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহন করেন।