জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নদী ভাঙ্গনকে কেন্দ্র করে মাটি ও মানুষের ওপর নির্মিত সিনেমা 'দেলুপি' আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে। ঐদিন নগরীর খালিশপুরের লিবার্টি সিনেমা হলে এই ছবিটি প্রদর্শিত হবে। আর ১৪ নভেম্বর থেকে ঢাকাসহ দেশব্যাপী মুক্তি পাবে।
এর আগে ৫ নভেম্বর এ ছবিটির প্রিমিয়ার শো প্রদর্শিত হবে শুটিং এলাকার অর্থাৎ বেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে। সোমবার (৩ নভেম্বর) বলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে 'দেলুপি' সিনেমার পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, তার প্রথম সিনেমা 'দেলুপি'। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিতে এর শুটিং হওয়ায় এবং এর অভিনেতা ও অভিনেত্রীরা খুলনা অঞ্চলের হওয়ায় আগামী ৭ নভেম্বর ছবিটি খুলনায় মুক্তি পারে। আর ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার প্রচার শুরু হয়েছে। সিনেমার ট্রেইলার, টিজার, গানও প্রচারিত হচ্ছে। এই সিনেমায় রাজনীতি আছে, ভালোবাসা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, যাত্রাশিল্পীদের সংগ্রাম আছে।
তিনি বলেন, সিনেমাটি যেহেতু খুলনাতেই প্রথম মুক্তি দেয়া হবে তাই দেলুপি' টিমের আগামী কিছুদিন খুলনায় বেশকিছু প্রচারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে সারা শহরে চিকা মারা, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ নভেম্বর প্রিমিয়ার, লিবার্টি সিনেমা হল সাজিয়ে দর্শকদের জন্য প্রস্তুত করা, ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রচার ছাড়াও নানা ধরণের কর্মসূচি। একই সঙ্গে খুলনার ৪টি উপজেলায় স্পেশাল শো- এর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৮ ও ৯ নভেম্বর বটিয়াঘাটা উপজেলা এবং ১০ নভেম্বর দাকোপ উপজেলা, ১১ নভেম্ব পাইকগাছা উপজেলা ও ১২ নভেম্বর ডুমুরিয়া উপজেলা সদর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, 'দেলুপি' সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।