যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে একটি জুয়েলারি দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাত চোরের দল মশিয়াহাটি বাজারের ‘সৌখিন জুয়েলার্স’ নামের দোকানের ক্রপসিক্যাল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে দোকানের লোহার আলমারি ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এবং বাজারের অলংকার জুয়েলার্সে ২টি তালা ভেঙ্গে রেখে যায়। প্রতিবেশী প্রতিমা বিশ্বাস প্রকৃতির ডাকের সাড়া দিতে বাড়ির বাহিরে আসে। এ সময় আঙ্ঘাত নামা ২/৩জন ব্যাক্তি তার গলায় থাকা একটি সোনার চেইন নিসয়ে যায়। তাদের রামদা ছিল বলে জানান।
দোকান মালিক গৌতম কর্মকার জানান, রোববার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত তিনটার দিকে খবর পাই দোকানের তালা ভাঙা। এসে দেখি আলমারি ভেঙ্গে সব নিয়ে গেছে। তিনি আরও জানান, লোহার আলমারি ভেঙে দোকানে থাকা ২৫ ভরি রুপা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যার মুল্য প্রায় ৫ লক্ষটাকা। চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি)কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াাধীন রয়েছে।