নওগাঁর ধামইরহাটে গ্রাম পর্যায়ে সাধারণ জনগণকে সচেতন করতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের অর্থায়নে সুইচকনট্যাক্ট ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ৩ নভেম্বর বিকেল ৫ টায় উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের মইশড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশান (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় গম্ভীরা নাটিকা অনুষ্ঠানে ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, কো-অর্ডিনেটর মনিটরিং এন্ড ইভালুয়েশন মো. মুক্তারুল ইসলাম, ওয়ার্ড আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোশারফ হোসেন ও গয়না রানী, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিম প্রমুখসহ গম্ভীরা অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন।
পানি সম্পদ রক্ষা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার রোধসহ সামাজিক সচেতনতামুলক গম্ভীরা প্রদর্শন স্থানীয়রা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবে বলে আয়োজনবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।