পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক গম্ভীরা নাটক

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৭:৩৬ পিএম
পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক গম্ভীরা নাটক

নওগাঁর ধামইরহাটে গ্রাম পর্যায়ে সাধারণ জনগণকে সচেতন করতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের অর্থায়নে সুইচকনট্যাক্ট ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ৩ নভেম্বর বিকেল ৫ টায় উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের মইশড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশান (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় গম্ভীরা নাটিকা অনুষ্ঠানে ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, কো-অর্ডিনেটর মনিটরিং এন্ড ইভালুয়েশন মো. মুক্তারুল ইসলাম, ওয়ার্ড আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোশারফ হোসেন ও গয়না রানী, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিম প্রমুখসহ গম্ভীরা অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন।

পানি সম্পদ রক্ষা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার রোধসহ সামাজিক সচেতনতামুলক গম্ভীরা প্রদর্শন স্থানীয়রা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবে বলে আয়োজনবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে