নবীন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করতে নতুন পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে উৎসবমুখর পরিবেশে “তারুণ্যের উৎসব ২০২৫”উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ১ দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জয়নুল আলম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক কৃষাণীবৃন্দ।
কৃষক মুহাম্মদ আলী জানান, সরকারের এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। কৃষিতে তরুণদের অংশগ্রহণ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে।
কৃষি উদোক্তা আমিনুল হক জানান, তরুণদের কৃষিতে আগ্রহী করতে প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক। এই ধরনের কার্যক্রম কিংবা সামাজিক কাজে তরুণদের উপস্থিতি নিশ্চিত করলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাছিরুজ্জামান বলেন,কৃষিতে এখন আধুনিক ছোঁয়া লেগেছে। মান্দাতা আমলের কৃষি পদ্ধতি এখন আর চাষীরা ব্যবহার করে না। রাসায়নিকমুক্ত জৈব সার প্রয়োগ করে উন্নত ফসল উৎপাদনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জয়নুল আলম তালুকদার জানান সরকার আধুনিক কৃষিতে তরুণ এবং শিক্ষিত শ্রেণীকে আকৃষ্ট করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। ফসলের নিবিড়তায় কৃষিতে তাদের পদচারণা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।
ভূ-প্রকৃতিগত ভাবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃষি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ বৈচিত্র্যময়। এটি দানাদার শস্যে উদ্বৃত্ত একটি অঞ্চল। এর উত্তরাঞ্চলের পাহাড়ী উঁচু জমিতে ফল ও শাকসবজি আবাদ হয়, সমতল ভূমিতে ব্যাপক ভাবে ধানের আবাদ হয়, নেত্রকোনার হাওর অঞ্চলে বোরো ধান আবাদ হয়। এ অঞ্চলের যমুনা, ব্রহ্মপুত্র এর চরাঞ্চলে ডাল, তেল, ভুট্টা, মিষ্টি আলু, চিনাবাদাম ইত্যাদির আবাদ ভালো হয়। তাছাড়া ময়মনসিংহ ও শেরপুর জেলার পাহাড়ী উচু জমিতে কাঁঠাল, মাল্টা; জামালপুর জেলায় পাট, তেল, ডাল, ভুট্টা; টাঙ্গাইল জেলায় সবজি, আনারস, কাঁঠাল, মাল্টা এবং কিশোরগঞ্জ জেলায় বোরো ধান, সবজি, ভূট্টা আবাদ বেশী হয়। তবে আধুনিক প্রযুক্তির অভাবে কাংখিত মাত্রায় উৎপাদন পাওয়া যাচ্ছে না।
উপজেলা সূত্র জানায়, এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও কৃষানীসহ ৩০ জনের মাঝে বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণঅফিসার মোঃ মাঈন উদ্দিন বলেন, “তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করতেই এই বীজ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও নবীন চিন্তাধারার সংযোজন ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”