চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারি অপতৎপরতার প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার কমিটির

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৮:৪৪ পিএম
চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারি অপতৎপরতার প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার কমিটির

গত ২ নভেম্বর রোববার বিকেলে রাজধানীর শাহবাগে গণতান্ত্রিক অধিকার কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সিলেটে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের চলমান আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে সিপিবি সিলেট জেলার সম্পাদকমন্ডলীর সদস্য  এডভোকেট আনোয়ার হোসেন সুমন ও বাসদের কার্যালয়ে অভিযান চালিয়ে আটককৃত ২২ জন নেতাকর্মীকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে এবং অবিলম্বে এখনও আটক প্রত্যেকের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে তাদের ন্যায্য দাবীগুলো মেনে নেয়ার আহ্বান জানান। সভায় সরকারের এই ভূমিকাকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করা হেয়। সভায় বিশেষজ্ঞ মত ও জনমত উপেক্ষা করে অস্বচ্ছ উপায়ে চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানির কাছে অযৌক্তিক ভাবে ইজারা দেওয়ার তৎপরতা এখনও অব্যাহত রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায়  অবিলম্বে এই অপতৎপরতা বন্ধ এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। এছাড়া চট্টগ্রামে এডভোকেট আলিফ হত্যা মামলাকে কেন্দ্র করে পুনরায় সেখানকার হরিজন কলোনীতে হরিজন সম্প্রদায়কে গণগ্রেফতার ও হুমকি প্রদান বন্ধ করার দাবি জানানো হয়। আগামী ১৫ই নভেম্বর গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ইজারা ও মাশুল বৃদ্ধি নিয়ে সরকারি মিথ্যাচার ও অপতৎপরতার প্রতিবাদে ঢাকায় একটি কর্মসূচী পালন করা হবে। চট্টগ্রাম বন্দর নিয়ে ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি চলতি নভেম্বর মাসে কমিটির সদস্যরা বিভাগীয় সফর ও সাংগঠনিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চিকিৎসক সংগঠক ডা: হারুন উর রশীদ, চলচ্চিত্রনির্মাতা আকরাম খান, সংস্কৃতি কর্মী সজীব তানভীর, রাফসান আহমেদ, গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, ডা: নাজমুস শাকিব, গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিনিধি  রাফিকুজ্জামান ফরিদ, রাজনৈতিক কর্মী ফখরুদ্দিন কবীর আতিক, সিরাজুমমনীর, সীমা দত্ত, শ্রমিক নেতা সত্যজিত বিশ্বাস, একটিভিস্ট সুজিত চৌধুরী, আফজাল হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে