বরগুনা-১ আসনঃ বিএনপি'র প্রার্থী নজরুল ইসলাম মোল্লার অনুসারীদের আনন্দ মিছিল

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০২:২৮ পিএম
বরগুনা-১ আসনঃ বিএনপি'র প্রার্থী নজরুল ইসলাম মোল্লার অনুসারীদের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপি'র আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসন থেকে দলের মনোনয়ন পাওয়ায় তালতলী উপজেলা বিএনপি' র আহ্বায়ক মোঃ শহিদুল হকের নেতৃত্বে ও যুগ্ন আহবায়ক এবং তালতলী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুবুল আলম মামুন এর নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো  সোমবার সন্ধ্যার পরে পৃথক পৃথক ভাবে এক আনন্দ মিছিল ও পথসভা করেছে। মনোনয়ন প্রাপ্তিতে শহরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। 

নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎফুল্ল উপস্থিতিতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এক পদ সভায়  মিলিত হন আহবায়কের গ্রুপ । এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক বিএনপি'র ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। আহবায়ক তার বক্তব্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে মোঃ নজরুল ইসলাম মোল্লাকে বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে