চিলমারীতে ব্রীজে সংযোগ সড়ক নেই, দুর্ভোগে এলাকাবাসী

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০২:৪৪ পিএম
চিলমারীতে ব্রীজে সংযোগ সড়ক নেই, দুর্ভোগে এলাকাবাসী

কুড়িগ্রামের চিলমারীতে ব্রীজ নির্মাণের বছর পেরিয়ে গেলেও রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের হাজারো মানুষ। উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া সাব বাঁধ এলাকায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের সংযোগ সড়কের কাজ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ওই এলাকার দুই শতাধিক  পরিবারের হাজারো মানুষ।

জানা গেছে, দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়নে দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া সাব বাঁধ এলাকায় দুই গ্রামের মাঝে ১১ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রীজের কাজ করা হয়। যার প্রাাক্কলিত ব্যয় ৪২লক্ষ ৬৩ হাজার ৯০৭ টাকা। ব্রীজটির কাজ করেন কুড়িগ্রাম কাঁঠালবাড়ী এলাকার মেসার্স নুসরাত জাহান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যথাসময়ে ব্রীজের কাজ শেষ করা হলেও করা হয়নি সংযোগ সড়কের কাজ। ফলে নির্মিত ব্রীজটি কোন কাজেই আসছে না। ওই দুই গ্রামের হাজারো মানুষকে ব্রীজের নীচ দিয়ে অতি কষ্টে চলাচল করতে হচ্ছে। এসময় স্থানীয় বাসিন্দা সকিনা বেগম, বিলকিস খাতুন, আমজাদ হোসেন, নুরনবি মিয়াসহ অনেকে বলেন, বছর খানেক আগে সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষ যাতায়াত করতে পারে না। ব্রীজের সামনে গর্ত করে রেখেছে মাটি ভরাটের জন্য। দীর্ঘ সময় ধরে এই অবস্থা। কোন রকমে পায়ে হেটে সেতুর নিচ দিয়ে পারাপার হতে হয়। গাড়ি তো চলে না। কেউ অসুস্থ হলে বিপদ আরও বেশি হয়। এছাড়াও একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। তখন ছেলেমেয়েদের স্কুল যেতে বিড়ম্বনায় পড়তে হয়।

চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সোহেল রহমান জানান, সেতুর কাজ শেষ হওয়ার পর বর্ষা চলে আসায় মাটি ভরাট করা হয়নি, দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে